রাজনৈতিক ছবি বানাতে গিয়ে হিমশিম খেয়েছেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।
বহু বাধা-বিপত্তি পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বার বার পিছিয়ে গিয়েছে। এ ছবিতে ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় কঙ্গনাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে কঙ্গনাকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে কালঘাম ছুটেছিল অভিনেত্রীর। তাই আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না কঙ্গনা।
সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, “আমি আর কোনও রাজনৈতিক ছবি তৈরি করব না। আমি কোনও উৎসাহ পাইনি। রাজনৈতিক ছবি তৈরি করা খুব কঠিন। এখন বুঝতে পারছি, কেন মানুষ রাজনৈতিক ছবি তৈরি করে না। বিশেষ করে বাস্তবের চরিত্র নিয়ে রাজনৈতিক ছবি তৈরি করা খুবই কঠিন।”
শুধু ছবিমুক্তি নিয়েই নয়। ‘ইমার্জেন্সি’ তৈরির সময়ও বহু বাধা-বিপত্তি পেরোতে হয়েছে তাঁকে। কিন্তু কাজের উপর কোনও ভাবেই প্রভাব ফেলতে দেননি। কঙ্গনার কথায়, “ছবির সেটে আমি কখনও মাথাগরম করিনি। নিজেই প্রযোজক। তাই কার উপর রাগ দেখাব! পরিচালক হিসাবে প্রযোজকের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু একই সঙ্গে দু’টি ভূমিকা পালন করলে, কার উপরে মাথাগরম করব? আমি চিৎকার করে বলতে চাইতাম, ‘আমার আরও অর্থের প্রয়োজন এবং আমি মোটেই খুশি নই।’ কিন্তু কোথায় গিয়ে কাঁদতাম আমি? কাকেই বা বলতাম?”
করোনা অতিমারির সময়ে এই ছবির শুটিং করছিলেন কঙ্গনা। বহু ঝড়ঝাপটার কারণে ছবির শুটিং বন্ধ থেকেছে। কিন্তু কলাকুশলীদের পারিশ্রমিক দিয়ে যেতে হয়েছে। তাই একটা সময়ে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সাংসদ-অভিনেত্রী। অবশেষে ১৭ জানুয়ারি এই ছবি মুক্তি পাচ্ছে।