Rampurhat

Rampurhat Clash: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশি হানা, বগটুইয়ের অদূরে উদ্ধার ২০০টি বোমা

বৃহস্পতিবার বগটুই গ্রামের সেই ঘটনাস্থলে গিয়ে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৩:৫৫
Share:

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।

প্রায় ২০০ টি তাজা বোমা উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে একটি খালের পাড়ের ঝোপ থেকে বোমার পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু কার্তুজও।

ঘটনাচক্রে, ছোট ডাঙাল গ্রামের অদূরেই গত সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়েছিল। তার প্রতিক্রিয়ায় পুড়িয়ে মারা হয়েছিল আট জন গ্রামবাসীকে।

Advertisement

বৃহস্পতিবার বগটুই গ্রামের সেই ঘটনাস্থলে গিয়ে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই জেলা জুড়ে শুরু হয় পুলিশি তল্লাশি। সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার ভোরে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা এবং গুলি উদ্ধার করে । ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশবাহিনী । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement