কিশোরীকে উদ্ধার করল রেল পুলিশ

বর্ধমানের রায়না থানা এলাকার বাসিন্দা এক কিশোরীকে পুরুলিয়া স্টেশন থেকে উদ্ধার করল রেল পুলিশ। আপাতত ওই কিশোরীকে পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০১:২৩
Share:

বর্ধমানের রায়না থানা এলাকার বাসিন্দা এক কিশোরীকে পুরুলিয়া স্টেশন থেকে উদ্ধার করল রেল পুলিশ। আপাতত ওই কিশোরীকে পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর সঙ্গে বালাগড় গ্রামের এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। কর্মসূত্রে ওই যুবক দিল্লিতে থাকে বলে দাবি করেছে এই কিশোরী। সে জানিয়েছে, মাস দুয়েক আগে ওই যুবক তাকে একটি মোবাইল ফোন উপহার দেয়। নিয়মিত ফোনে দু’জনের কথাবার্তা হত। তার দাবি, যোগাযোগের বিষয়টি অভিভাবকেরা জানতেন না।

মাসখানেক আগে ওই যুবকেরই এক বন্ধুর সঙ্গে আলাপ হয় তার। গত ১৯ তারিখ ওই নতুন বন্ধু দিল্লি যাবে বলে তাকে বিদায় জানাতে সকালে টিউশন থেকে বাস ধরে সোজা বর্ধমান পৌঁছে গিয়েছিল বলে দাবি করেছে ওই কিশোরী। তার পরের ছ’ দিন ওই কিশোরী কোথায় ছিল তা নিয়ে কোনও সদুত্তর এখনও পাননি চাইল্ড লাইনের কর্তারা। কী ভাবে সে পুরুলিয়া এসে পৌঁছল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুরুলিয়া জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর দীপঙ্কর সরকার জানান, ওই কিশোরীর কাছ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। সেটি রেল পুলিশকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। চাইল্ড লাইনের কর্তাদের অনুমান, ওই কিশোরী কোনও পাচার চক্রের খপ্পরে পড়েছিল। রেল পুলিশের নজরে পড়ায় এ যাত্রা বেঁচে গিয়েছে। ওই কিশোরীর বাবা লালন শেখ হাওড়ায় ফুলের ব্যবসা করেন। তাঁর কাছে খবর পাঠিয়েছে চাইল্ড লাইন। লালন শেখ বলেন, ‘‘সংসার চালাতে উদয়াস্ত খাটি। ওর কাছে মোবাইল রয়েছে তা-ই জানতাম না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement