Lightning

বিহারে বজ্রপাতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য পুলিশের, সোমবার পুরুলিয়া যাবেন শশী, রাজ

পুরুলিয়ার বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা ও সার্কেল ইন্সপেক্টর পার্থ সিং মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০১:১৪
Share:

আর্থিক সাহায্য পুলিশের নিজস্ব চিত্র।

বিহারে হাতের তৈরি ফুল বিক্রি করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ার বলরামপুরের ২ পরিবারের ৪ জনের। জখম আরও ২। তাঁদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়াল পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার ওই পরিবারের সাথে দেখা করতে যাবেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের সাংস্কৃতিক শাখার প্রধান রাজ চক্রবর্তী-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

রবিবার পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভা মুরুগনের নির্দেশে বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা ও সার্কেল ইন্সপেক্টর পার্থ সিং মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। জেলা পুলিশ সুপার বলেন, ‘‘দু’টি পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে ও ২ জন জখম হয়েছেন। জেলা পুলিশের তরফে ওই পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।’’

কয়েক দিন আগে পুরুলিয়ার বলরামপুর থানার পাঁড়কিডি গ্রামের বানজারা সম্প্রদায়ের দু’টি পরিবারের ৬ জন হাতের তৈরি প্লাস্টিকের ফুল বিক্রি করতে যান বিহারে। শুক্রবার সেখানে মুষলধারে বৃষ্টি নামলে তাঁরা ফতুয়া রেল স্টেশনের ধারে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আচমকা ওই গাছে বজ্রপাতের কারণে ৬ জনেই জখম হন। স্থানীয় লোকজন পুলিশের সাহায্যে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে যমুনা সিং (৪৫), কানাইয়া সিং (১৮), কৌশল দেবী (৩৫) ও সরস্বতী দেবী (১০)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে শনিবার সেখানে পরিবারের লোকজন গেলে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের পর তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement