নোট বাতিলের প্রতিবাদ

নোট বাতিলের প্রতিবাদে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০০:২৮
Share:

সোমবার বোলপুর ও সিউড়িতে তোলা নিজস্ব চিত্র।

নোট বাতিলের প্রতিবাদে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল। রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন ব্যাঙ্ক রোডের উপর রামপুরহাট মহকুমাশাসকের প্রশাসনিক ভবনের কাছে অস্থায়ী মঞ্চ গড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরপ্রধান অশ্বিনি তিওয়ারি, দলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভ মঞ্চ থেকে ১০ মিটার দূরত্বে জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুল থাকায় মাইকের জোর আওয়াজে স্কুলের পঠন পাঠনে অসুবিধা হয়েছে বলে স্কুলের অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা অভিযোগ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement