Viswabharati

Visva-Bharati University: হেনস্থা, প্রাণনাশের হুমকির অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

রবিবার বিকেল নাগাদ তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ। সূত্রের দাবি, সোমবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ২০:২৩
Share:

ধৃত অধ্যাপক

পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অধ্যাপকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন ওই ছাত্র। ওই মামলায় রবিবার বিকেল নাগাদ তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ। সূত্রের দাবি, সোমবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে।

Advertisement

সোমনাথ অভিযোগ দায়ের করার পরেই সুমিতের আচরণের তীব্র নিন্দা করে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ করেন পড়ুয়ারা। পাল্টা সুমিতও শান্তিনিকেতন থানায় সোমনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পর সিউড়ি আদালতেও আগাম জামিনের আবেদন করেন অধ্যাপক। সিউড়ি আদালত ওই আবেদন নাকচ করে দেয়। কলকাতা হাই কোর্টেও এর পর আবেদন করেন সুমিত। পরে অবশ্য তিনি আবেদন প্রত্যাহার করে নেন। যার ফলে সিউড়ি আদালতের নির্দেশই বহাল থাকে এবং সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার পরে গ্রেফতার হলেন অধ্যাপক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement