Bolpur

সফরে শাহ, প্রস্তুতি তুঙ্গে বোলপুরে

উপাচার্যের সঙ্গে একান্ত বৈঠকের বিশেষ সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

Advertisement

সৌরভ চক্রবর্তী ও বাসুদেব ঘোষ

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:১৮
Share:

বোলপুরে অমিত শাহের সফরের আগে বৃহস্পতিবার ডাকবাংলো মাঠে প্রশাসনের কর্তারা। নিজস্ব চিত্র।

বোলপুর ও শান্তিনিকেতনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর একদিনের বীরভূম সফরে আসার কথা তাঁর। সেদিন সকাল ১০.৫০ মিনিটে তাঁর বিশ্বভারতী হেলিপ্যাডে নামার কথা। সেখান থেকে গাড়িতে চেপে সকাল ১১টায় বিশ্বভারতী চত্বরে এসে ১ ঘণ্টা ৪০ মিনিট থাকার কথা তাঁর।

Advertisement

বিশ্বভারতী সূত্রের খবর, এই সময়কালের মধ্যে তাঁর রবীন্দ্রভবন ও বাংলাদেশ ভবন পরিদর্শন করার কথা এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বলাকা’ ও ‘পূরবী’ নামে নবনির্মিত দুটি প্রবেশদ্বারের মধ্যবর্তী রাস্তাটির নামকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তবে উপাচার্যের সঙ্গে একান্ত বৈঠকের বিশেষ সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। বিশ্বভারতীর বাংলাদেশ ভবন থেকে বেলা ১২.৪০ নাগাদ বোলপুর পারুলডাঙার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাঁর। সেখানে এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজনের পরিকল্পনা রয়েছে অমিত শাহের। এ দিন বিজেপি নেতৃত্বের তরফে শ্যামবাটীর বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে যান অরবিন্দ মেনন-সহ অন্য নেতারা। বিজেপি নেতা অনুপম হাজরা অবশ্য বলেন, ‘‘পারুলডাঙার আনন্দ দাস বাউলের বাড়িতেই মধ্যাহ্নভোজন সারবেন অমিত শাহ। পারুলডাঙায় তাঁর একটি বাউলের আখড়া আছে। সেখানেই হবে এই মধ্যাহ্নভোজনের আয়োজন।’’

বিজেপি সূত্রে খবর, পারুলডাঙা থেকে দুপুর ২টো নাগাদ বোলপুর ডাকবাংলো মাঠের সামনে সরাসরি পৌঁছে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। পরের দু’ঘণ্টা তাঁর ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো এবং পথসভার জন্য বরাব্দ। এ দিন বিজেপি নেতারা এই সম্পূর্ণ পথটি পরিদর্শনেও যান। একইসঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও এ দিন ডাকবাংলো মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। বি৪.৪৫ থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত প্রান্তিক রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করার কথা তাঁর। সেখানেই এ বারের মতো রাজ্য সফর শেষ করে সড়কপথে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে দিল্লীর উদ্দেশ্যে কাল রওনা দেওয়ার কথা তাঁর।

Advertisement

অমিত শাহের এই সফরকে সফল করতে ব্যাপক তৎপর বিজেপি শিবির। এ দিন সকাল থেকেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের বিজেপি পর্যবেক্ষক অরবিন্দ মেনন দফায় দফায় বৈঠক করেন জেলা বিজেপির কার্যকর্তাদের সঙ্গে। সেখানে জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ জেলার সমস্ত উচ্চপদস্থ নেতারাই হাজির ছিলেন। অমিত শাহের বীরভূম সফর যাতে ত্রুটিহীন ও নির্বিঘ্নে হয়, সেই উদ্দেশ্যেই বৈঠক করা হয়েছে বলে জানাচ্ছেন নেতারা। বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “অমিত শাহের সফর আয়োজনের ব্যাপারে আমরা সবরকমভাবে প্রস্তুত।”

অন্যদিকে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী ঐক্য মঞ্চের তরফ থেকে এ দিন বিশ্বভারতীর উপাচার্য এবং কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, অমিত শাহকে যেন শান্তিনিকেতনে স্বাগত না জানানো হয়।

মঞ্চের দাবি, ‘‘অমিত শাহ সারাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও ফ্যাসিবাদী শক্তির উত্থানের প্রধান মুখ। রবীন্দ্রনাথ ঠাকুর বরাবর ফ্যাসিবাদী শক্তির বিরোধিতা করে এসেছেন। তাই আমরা অমিত শাহের শান্তিনিকেতনে প্রবেশ ও বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগদানের ঘটনার তীব্র বিরোধিতা জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement