শুরু হল পৌষ উৎসব। —নিজস্ব চিত্র।
অতিমারিতে একজোট হওয়ার উপায় নেই। তার প্রভাব পড়ল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ উৎসবেও। মেলা ছাড়াই পৌষ উৎসব পালিত হচ্ছে সেখানে।
বুধবার সকালে ছাতিমতলায় উপাসনার মাধ্যনমে পৌষ উৎসবের শুভ সূচনা হয়। তবে ভিড় না থাকলেও উৎসবের আমেজে খামতি নেই। মঙ্গলবার রাতে বৈতালিক, সানাই সহকারে জমে উঠেছিল উৎসব। এ দিনও উপাসনা, ভোড়ে, বেতালিক, সানাই-সহ নানা অনুষ্ঠান রয়েছে। তবে পড়ুয়া থেকে শান্তিনিকেতনের সাধারণ মানুষ, মেলা না হওয়ার আক্ষেপ সকলের মধ্যেই।
১২৫০ বঙ্গাব্দের ৭ পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। সেই দিনটিতেই পৌষ উৎসব পালিত হয়। করোনা আবহে এ বার পৌষ মেলা হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন বিশ্বভারতী কতৃপক্ষ। বৃহস্পতিবার পালিত হবে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস ও শতবর্ষ উদযাপন।