রামপুরহাটের পরে সাঁইথিয়াতেও
Poster agsinst BJP secretary

শুভেন্দুর সভা আজ, ধ্রুবের নামে পোস্টার 

ধ্রুব সাহা তৃণমূলের বিরুদ্ধে ওই পোস্টার মারার অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতৃত্ব অভিযোগ নস্যাৎ করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৮
Share:

সাঁইথিয়ায় ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার। নিজস্ব চিত্র

রামপুরহাটের পরে সাঁইথিয়া। ফের শুভেন্দু অধিকারীর সভার ঠিক আগে বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল। এই ঘটনায় অস্বস্তি পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisement

আজ, সোমবার সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা রয়েছে। মাস খানেক আগে রামপুরহাটে শুভেন্দুর পদযাত্রা ও সভা ছিল। সেই সভার আগের রাতেও ধ্রব সাহা এবং রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছিল রামপুরহাটের একাধিক জায়গায়। সেই সব পোস্টারে তাঁদের সতর্ক করার দাবিও উঠেছিল। একই ভাবে রবিবার সাঁইথিয়ায় সন্ধানী মোড়, রেলসেতু সহ বিভিন্ন জায়গায় ধ্রুবের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সংবলিত পোস্টার দেখা যায়।

ধ্রুব সাহা তৃণমূলের বিরুদ্ধে ওই পোস্টার মারার অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতৃত্ব অভিযোগ নস্যাৎ করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। জেলা বিজেপিতে অবশ্য অনেক দিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত বইছে। ফলে, এই পোস্টার-কাণ্ড দলের ভিতরের কারও কাজ হতে পারে বলেও মনে করছেন বিজেপি নেতা-কর্মীদের একাংশ। বিশেষ করে ধ্রুব সাহা এবং দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল সহ রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বারবার তোপ দেগে চলেছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম হাজরা। সমাজমাধ্যমেও ধ্রুব, সন্ন্যাসীচরণ সহ একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন অনুপম। দুই জেলা সভাপতিও অনুপমকে আক্রমণ করছেন। সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় ডাক পাননি অনুপম। সাঁইথিয়ায় শুভেন্দুর সভাতেও ডাকা হয়নি তাঁকে।

Advertisement

পোস্টার প্রসঙ্গে ফের ধ্রুবকে তোপ দেগে অনুপমের বক্তব্য, ‘‘দলে এখন ধ্রুব সাহাদের মতো কিছু প্রতিষ্ঠিত চোর-তোলাবাজ জায়গা করে নিয়েছেন। ওই ধরনের পোস্টার দলের বড়সংখ্যক কর্মী-সমর্থকদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ।’’

ধ্রুব সাহার প্রতিক্রিয়া, ‘‘তৃণমূলের এক নেতা (সভাধিপতি কাজল শেখ) অনুপম হাজরাকে দলে স্বাগত জানিয়েছেন। সেই হিসাবে বলা যায়, উনি তৃণমূলের দিকে পা বাড়িয়েই আছেন। সেই জন্যই উনি এমন অবান্তর কথা বলেছেন।’’ ধ্রুবের দাবি, দলে থেকে দলেরই বিরোধিতা করার জন্য অনুপমকে সোমবারের সভায় ডাকা হয়নি।

পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতির অভিযোগ, ‘‘আসলে আমাদের দলের বদনাম করতে তৃণমূলের লোকেরাই পোস্টার লাগিয়েছে।’’ তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও রামপুরহাট, বোলপুর সহ বিভিন্ন জায়গায় একই ধরনের পোস্টার পড়েছিল। দুবরাজপুরে ওদের নিজেদের মধ্যে হাতাহাতি হয়েছিল। সবই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের পরিণাম।’’ মলয়ের দাবি, বিজেপি নেতারা কত দুর্নীতিপরায়ণ, তা ওই পোস্টারই প্রমাণ করে দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement