কাঁদর সংস্কারে হাত

বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হল রামপুরহাট পুরসভা। রবিবার পুরসভা এলাকার মধ্য দিয়ে যাওয়া কাঁদরের জঞ্জাল সাফাই করার জন্য যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। কাজ শুরু হয় সানঘাটাপাড়া সেঁতু সংলগ্ন কাঁদরে। সংস্কারের কাজ তদারকি করতে দেখা যায় পুরসভার উপ-পুরপ্রধান সুকান্ত সরকারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:৫২
Share:

বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হল রামপুরহাট পুরসভা। রবিবার পুরসভা এলাকার মধ্য দিয়ে যাওয়া কাঁদরের জঞ্জাল সাফাই করার জন্য যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। কাজ শুরু হয় সানঘাটাপাড়া সেঁতু সংলগ্ন কাঁদরে। সংস্কারের কাজ তদারকি করতে দেখা যায় পুরসভার উপ-পুরপ্রধান সুকান্ত সরকারকে। পুরসভা সূত্রে খবর, বর্ষার সময় যাতে শহরের নিকাশি ব্যবস্থার ত্রূটি না থাকে, শহরের মধ্যে জল না জমে তার জন্য আগাম কাঁদর থেকে জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এক সপ্তাহ আগে পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যে পুলিশ ফাঁড়ির কাছ থেকে কাজ শুরু করেছে। রামপুরহাট শহরের মধ্যে দিয়ে যাওয়া কাঁদর দৈর্ঘ্য প্রায় আড়াই কিমি। তার মধ্যে রামপুরহাট ৩ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে যাওয়া কাঁদরের ৫০০ মিটার অংশ দু’পাড় বাঁধানোর কাজ বেশ কয়েকবছর আগে করা হলেও বাকি অংশের কাজ এখনও হয়নি। পুরপ্রধান অশ্বিনি তিওয়ারি বলেন, ‘‘কাঁদরের দু’পাড় বাঁধানো এবং কাঁদরের সৌন্দর্য্যায়নের ব্যাপারে পুরসভার পরিকল্পনা আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement