purulia

আইন ভেঙে মিছিল, বিতর্কিত স্লোগান, বিজেপি-র বিরুদ্ধে মামলা পুরুলিয়ায়

দু’টি ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর মন্তব্য, ‘‘এই সব অন্যায়ের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। তৃণমূল বিনা হেলমেটে মিছিল করলে দোষ নেই! আমাদের বেলা পুলিশ কেস দেবে এটাই স্বাভাবিক।’’

Advertisement

নিজস্ব সংবদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২২:৩২
Share:

বরাবাজার থানা।

বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির মিছিলে বিতর্কিত স্লোগান, বিনা অনুমতিতে বাইক মিছিল এবং হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানোর দু’টি পৃথক ঘটনায় পুরুলিয়া দু’টি থানায় বিজেপি কর্মীদের নামে মামলা রুজু করল পুলিশ।

Advertisement

বিজেপির মিছিল থেকে বিতর্কিত স্লোগানের ঘটনায় বরাবাজারে পাঁচ জন বিজেপি সমর্থক-সহ একাধিক ব্যক্তির নামে শনিবার মামলা রুজু হয় বরাবাজার থানায়। অন্যদিকে, পুরুলিয়া মফস্বল থানায় বেআইনি বাইক মিছিলের মামলটি রুজু হয়।

শুক্রবার ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে বিজেপির একটি মিছিল হয় বরাবাজার ব্লক সদরে। অভিযোগ, ওই মিছিল থেকে স্লোগান ওঠে ‘দেশ কি গাদ্দার, কো গলি মারো সালোকো’ এই ঘটনায় শুক্রবার রাতে বরাবাজারের বাসিন্দা স্বপন সিংহ থানায় একটি নালিশ জানান। তিনি পুলিশকে জানান, মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব না মেনে বিজেপির যে মিছিলটি হয় তা থেকে ওই স্লোগান দেওয়া হয়। যুব শক্তিকে বিপথে চালিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে শান্তি বিঘ্ন করি সমস্যার সৃষ্টি হবে বলে থানায় দায়ের করা অভিযোগপত্রে জানান তিনি। এই পাঁচ জন বিজেপি সমর্থক একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হল বরাবাজার থানায়। ঘটনায় পুলিশ একটি ভিডিয়ো দেখে চিহ্নিত করেছে বলে বরাবাজার থানা সূত্রের খবর।

Advertisement

অন্য দিকে পুরুলিয়া মফস্বল থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। শুক্রবার বিজেপির একটি বাইক মিছিল হয় পুরুলিয়া শহর লাগোয়া অঞ্চলে। অভিযোগ ওই মিছিল করার কোনো অনুমতি ছিল না। পুলিশ আটকালেও তারা পুলিশের কথা আমল না দিয়ে জাতীয় সড়ক আবরুদ্ধ করে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

দু’টি ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর মন্তব্য, ‘‘এই সব অন্যায়ের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। তৃণমূল বিনা হেলমেটে মিছিল করলে দোষ নেই! আমাদের বেলা পুলিশ কেস দেবে এটাই স্বাভাবিক। আর দেশের গদ্দারদের বিরুদ্ধে স্লোগান দিলে এত গ্রাত্রদাহ কেন?’’ তিনি আরও বলেন ‘‘৪ মাস পর পশ্চিমবাংলার রীতি আমরা পালটে দেব। তৃণমূলের নেতারা কোথায় থাকবে, তার ঠিকানা করে রাখুক। আর যেসব পুলিশ গদ্দারদের সমর্থন করছে তারাও ঠিকানা করে রাখুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement