arrest

পারিবারিক শত্রুতা! যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুন বাকুঁড়ায়, গ্রেফতার পড়শি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৌতাড় গ্রামের বাসিন্দা রণজিৎ চক্রবর্তীর পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছে গ্রামেরই বাসিন্দা সুমন বাগের পরিবারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২৩:৪৬
Share:

—প্রতীকী ছবি।

পারিবারিক শত্রুতার জেরে এক যুবককে রাস্তায় প্রকাশ্যে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাঁকুড়ায়। বুধবার সন্ধ্যায় সারেঙ্গা থানার চৌতাড় গ্রামের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুলিশ খাতড়া মহকুমা আদালতে পেশ করলে আদালত দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৌতাড় গ্রামের বাসিন্দা রণজিৎ চক্রবর্তীর পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছে গ্রামেরই বাসিন্দা সুমন বাগের পরিবারের। বুধবার রণজিৎ সুমনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় সুমন বাড়ি থেকে বেরিয়ে এসে রণজিতের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিষয়টি নজরে আসে রণজিতের ছেলে সৌমেনের। সৌমেন সেখান থেকে বাবাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় সুমন বাড়ি থেকে বাঁশ বার করে তা দিয়ে সৌমেনের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৌমেন। দ্রুত তাঁকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়ার পরেই রাতে সারেঙ্গা থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। পরে সারেঙ্গা থানার ব্রাহ্মণডিহা মোড় থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘ঘটনার খবর পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের আসল কারণ জানার চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement