প্রতিবাদ মিছিল। —নিজস্ব চিত্র।
এলাকা থেকে মদের ভাটি তোলার দাবিতে যাঁরা সরব হয়েছেন, তাঁদের মিথ্যে মামলায় জড়ানো হয়েছে— এই অভিযোগ তুলে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন স্থানীয়েরা। রবিবার সাঁওতালডিহি থানা এলাকার উপরডি ও কামারগোড়া এলাকায় প্রতিবাদ মিছিলে যোগ দেন এলাকার বাসিন্দারা। অরাজনৈতিক এই মিছিলে কয়েক’শো মানুষ যোগ দেন। মিছিলে মহিলা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় সূত্রের খবর, কিছু দিন আগে উপরডি ও কামারগোড়া গ্রামের মাঝামাঝি কদমদহা নদীর সেতুর কাছে একটি মদের ভাটি তৈরি হচ্ছিল। তখনই প্রশাসনের কাছে স্থানীয়েরা লিখিত প্রতিবাদ জানান। অভিযোগ জানানো হয় আবগারি দফতরেও। তখন পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, এখানে মদের ভাটি হবে না। তারপরেও ভাটি তৈরি হচ্ছে দেখে এলাকায় ক্ষোভ ছড়ায়।
মদ বিরোধী আন্দোলনের নেতা বলদেব মাজি জানান, যেখানে ভাটি গড়ে উঠেছে, সেখানে কদমদহা নামে একটি নদী রয়েছে। সেই সেতুর কাছেই ভাটি গড়ে উঠেছে। এলাকার দুটি গ্রামের বহু মানুষ এবং মহিলারা এই নদীতে স্নান করেন। কাছে মদের ভাটি তৈরি হলে মহিলারা অসুবিধের মধ্যে পড়বেন। তা ভেবে এলাকার হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ পত্র প্রশাসন ও আবগারি দফতরে দেওয়া হয়। বলদেবের অভিযোগ, ‘‘যে সমস্ত মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন, তাঁদেরই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই এ দিন আমরা পথে নেমেছি। সকলের একটাই দাবি, ভাটি উচ্ছেদ করতে হবে।’’
জেলা আবগারি দফতরের সুপারিনটেন্ডন্ট সিদ্ধার্থ সেন অবশ্য জানিয়েছেন, এমন কোনও মিছিলের খবর পাইনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।