Coronavirus

ট্রেনে দুর্ভোগ, স্টেশনে বিক্ষোভ

এ দিনও কেরলের তিরুঅনন্তপুরম থেকে ঠাসা যাত্রী নিয়ে মালদহগামী একটি শ্রমিক স্পেশ্যাল বেলা সওয়া ১টা নাগাদ সিগন্যাল না পেয়ে সাঁইথিয়া স্টেশন দাঁড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৩:৫২
Share:

সরব: সাঁইথিয়া স্টেশনে শ্রমিকেরা। নিজস্ব চিত্র

ট্রেনে হয়রানির অভিযোগে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। বুধবার সাঁইথিয়া ঘটনা। শ্রমিকদের বেশির ভাগই মালদহের বাসিন্দা।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে গুজরাত থেকে আসা শ্রমিক স্পেশ্যাল একটি ট্রেন হাজার খানেক পরিযায়ী শ্রমিক নিয়ে নিউ জলপাইগুড়ি হয়ে সাইথিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। আসোনসোল হয়ে সেটির হাওড়া যাওয়ার কথা। কিন্তু ‘লাইন ক্লিয়ার’ না থাকায় ট্রেনটিকে ফের নিউ জলপাইগুড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেল। তা জেনে স্টেশনে গার্ডকে ঘিরে ৪৫ মিনিট বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকেরা।

এ দিনও কেরলের তিরুঅনন্তপুরম থেকে ঠাসা যাত্রী নিয়ে মালদহগামী একটি শ্রমিক স্পেশ্যাল বেলা সওয়া ১টা নাগাদ সিগন্যাল না পেয়ে সাঁইথিয়া স্টেশন দাঁড়িয়ে পড়ে। ৩টে পর্যন্ত সিগন্যাল আসেনি। প্রচণ্ড গরমে কামরার ভিতরে যাত্রীদের তখন হাসফাঁস অবস্থা। খাবার ও জলের অভাব দেখা দেয়। রেল কর্তৃপক্ষ ট্রেনটি ঘুরপথে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেন। সেই কথা জানতে পেরেই স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিযায়ী শ্রমিকেরা। ইসমাইল শেখ, দরবেশ খাঁ বলেন, ‘‘ট্রেনে বেশির ভাগই মালদহের শ্রমিক আছে। আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হয়রান করা হচ্ছে। ঠিকমতো জল, খাবারও দেওয়া হচ্ছে না।’’ সাঁইথিয়ার স্টেশন ম্যানেজার পুলক রায় জানান, ট্রেনটি যখন সাঁইথিয়ায় পৌঁছয়, তখন সেটিকে দুর্গাপুর পাঠানোর নির্দেশ আসে। সেই মতো ইঞ্জিন ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু পরিযায়ী শ্রমিকেরা দুর্গাপুর যেতে না চাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৩টে ৫ মিনিটে মালদহ অভিমুখে রওনা করিয়ে দেওয়া হয়েছে। রামপুরহাট স্টেশনে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে বলে তাঁর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement