BJP

TMC: বীরভূমে ফের ভাঙন বিজেপি-তে, তৃণমূলে যোগ পদ্ম শিবিরের ২,০০০ নেতা-কর্মীর

নানুরের প্রায় ১,০০০ বিজেপি কর্মী ও স্থানীয় নেতা বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৯:৪৮
Share:

লাভপুরে তৃণমূলের যোগদান কর্মসূচি। নিজস্ব চিত্র।

নীলবাড়ির লড়াইয়ের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেওয়ার হিড়িক পড়েছে বীরভূমে। কোথাও জোড়াফুল কার্যালয়ে ধর্না দিয়ে, কোথাও বা স্যানিটাইজার এবং গঙ্গাজল দিয়ে ‘পরিশুদ্ধ হয়ে’ তৃণমূলে যোগ দিচ্ছেন পদ্ম শিবিরের নেতা-কর্মীরা। শুক্রবার সরাসরি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত থেকে দলীয় পাতাকা নিয়ে দল বদলালেন প্রায় ১,০০০ জন।

নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১,০০০ বিজেপি কর্মী ও স্থানীয় নেতা বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। অন্য একটি যোগদান কর্মসূচিতে লাভপুর থানার অন্তর্গত কুরানাহার গ্রাম পঞ্চায়েতের বিজেপি-র কর্মী, বুথ সভাপতি ও মণ্ডল সভাপতি-সহ আরও হাজার জন স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের হাত থেকে জোড়াফুলের পতাকা নেন।

Advertisement

সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা অনুপ ভট্টাচার্য বলেন, ‘‘আমরা আগে তৃণমূলের কর্মী ছিলাম কিছু ভুল বুঝে। কিছু বুল বোঝাবুঝির কারণে বিধানসভা ভোটের আগে বিজেপি করতে শুরু করেছিলাম। শুক্রবার আমরা প্রায় ১ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিতে শামিল হতেই বিজেপি ছেড়ে এসেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement