ইলাবাজারে মহিলা খুনে ধৃত ১

ঘুমন্ত অবস্থায় আদিবাসী মহিলাকে বোমা মেরে খুন এবং তাঁর স্বামীকে গুরুতর জখম করার ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, “সোমবার ধৃত সুনীল সোরেনকে এ দিন বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দীর এজলাসে তোলে পুলিশ। ধৃতকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বিচারকের কাছে আর্জি জানিয়েছিল পুলিশ। এসিজেএম পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের বাড়ি লাগোয়া জামাইডাঙা এলাকায়।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইলামবাজার শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০১:০৩
Share:

ঘুমন্ত অবস্থায় আদিবাসী মহিলাকে বোমা মেরে খুন এবং তাঁর স্বামীকে গুরুতর জখম করার ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, “সোমবার ধৃত সুনীল সোরেনকে এ দিন বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দীর এজলাসে তোলে পুলিশ। ধৃতকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বিচারকের কাছে আর্জি জানিয়েছিল পুলিশ। এসিজেএম পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের বাড়ি লাগোয়া জামাইডাঙা এলাকায়।”

শনিবার, গভীর রাতে বীরভূমের ইলামবাজার থানার বিলাতি পঞ্চায়েতের কুলুপডাঙা গ্রামে নিজের বাড়ি লাগোয়া গোয়ালঘরের উঠোনে ঘুমের মধ্যে বোমার আঘাতে খুন হন আদিবাসী মহিলা চুরকি সরেন (৪০)। ওই ঘটনায় গুরুতর জখম হন নিহতের স্বামী বুড়ো সরেন। রবিবার সকালে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতাল পাঠায়। ওই ঘটনায় জখম নিহতের স্বামী বুড়ো সরেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ। নিহতের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাগোয়া জামাইডাঙার বাসিন্দা সুনীলকে গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement