নিমতলার খুনে ধৃত শেখ আনাই

নিমতলায় তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় এই প্রথম এফআইআর-এ নাম থাকা শেখ আনাই নামে কাজল শেখ ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০১:৩৭
Share:

নিমতলায় তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় এই প্রথম এফআইআর-এ নাম থাকা শেখ আনাই নামে কাজল শেখ ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, “এফআইআর-এ নাম থাকা শেখ আনাই নামে এক অভিযুক্তকে এ দিন বোলপুরের এসিজেএম সংঘমিত্রা পোদ্দারের আদালতে তোলে পুলিশ। বিচারক ধৃতের জামিনের আবেদন নামঞ্জুর করে, পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।”

Advertisement

প্রসঙ্গত, সোমবার বিকেলে বোলপুর থানার নিমতলা এলাকায় তিন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজের ভাই নানুর এলাকার নেতা কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। কুরবান শেখ নামে এক নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে, এফআইআর –এ নাম না থাকা পাঁচ অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। যারা বর্তমান পুলিশ হেফাজতে। জেলা পুলিশ সূত্রে খবর, নিহতের বাবার অভিযোগে ১৫ নম্বরে নাম থাকা বোলপুর থানার সিঙ্গি এলাকার বাসিন্দা শেখ আনাইকে বুধবার রাতে ধরে পুলিশ। তৃণমূল নেতা কাজল শেখের ঘনিষ্ঠ আনাই বোলপুরের সিঙ্গি এলাকার তৃণমূলে কোনও পদে না থাকলেও সাংগঠনিক দায়িত্বে ছিল। অভিযোগ, শেখ আনাইয়ের নাম রয়েছে ১৫ নম্বরে। সিঙ্গি গ্রামে রাতে তল্লাশি চালিয়ে, গ্রাম থেকে পুলিশ ধরে আনাইকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement