Murder

Murder: স্ত্রীকে ছোড়া গুলিতে প্রাণ গেল প্রেমিকার! ছাদে গল্প করার সময় ধরা পড়তেই অশান্তি

মঙ্গলবার বীরভূমের নলহাটি থানার তিন নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২২
Share:

ত্রিকোণ প্রেমের জেরেই কি গুলি? উত্তর খুঁজছে পুলিশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে চলল গুলি। আর সেই গুলিতে নিহত হলেন প্রতিবেশী তরুণী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের ধারণা, ত্রিকোণ প্রেমের জেরেই অশান্তি বেধেছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তার জেরেই ভুলবশত ওই তরুণী নিহত হয়েছেন। যুবক স্ত্রীকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন বলে মনে করছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
মঙ্গলবার নলহাটি থানার তিন নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী বীরু শেখ এবং তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। বাড়ির ছাদে কলহের সময় আচমকা বীরু তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি গিয়ে বেঁধে নিকিতার শরীরে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ঘটনার পর অভিযুক্ত বীরু পলাতক। পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে।

Advertisement

প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, নিকিতা নামে ওই তরুণীর সঙ্গে বীরুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তদন্তকারীরা মনে করছেন, মঙ্গলবার দুপুরে নিকিতার সঙ্গে ছাদে গল্প করছিলেন বীরু। সেই সময় তাঁর স্ত্রী তাঁদের দেখে ফেলেন। তিনি ছাদে যেতেই বীরুর সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়। এর পর বীরু স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি নিকিতার শরীরে গিয়ে লাগে। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে বীরুর।

নিকিতার মা আমিনা বিবির কথায়, ‘‘আমার মেয়ে ছেলেটাকে ভালবাসত। ও বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর হঠাৎ আমার বড় মেয়ে দৌড়ে এসে বলল, ‘মা বাইরে বন্দুকের আওয়াজ।’ ছুটে বাইরে বেরিয়ে দেখি, আমার মেয়ে পড়ে রয়েছে। ওই ছেলেটি বছর পাঁচেক হল এখানে এসে রয়েছে। ওর স্ত্রী এবং সন্তানও রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement