ঝড়ে ভেঙে পড়েছে বাড়ি। — নিজস্ব চিত্র।
কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুকন্যার। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামে। ওই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। তাঁদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে। বুধবার মাঝরাতে ঝড়বৃষ্টি শুরু হয়েছিল মুরারই এলাকায়। তার জেরে সারদুয়ারি-কনকপুর গ্রামের বাসিন্দা রোহিত কোনাইয়ের কাঁচাবাড়ি ভেঙে পড়ে। সেই সময় রোহিত সপরিবারের ঘুমোচ্ছিলেন বাড়িতে। দেওয়াল ভেঙে চাপা পড়েন সকলেই। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঙ্গীতা কোনাই নামে রোহিতের দু’বছরের শিশুকন্যার। জখম হয়েছেন আরও তিন জন। তাঁদের মধ্যে রয়েছে এক শিশু। সকলকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে মুরারই ব্লক হাসপাতালে। নীলকুমার কোনাই নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ঘুমন্ত অবস্থায় ঘর ভেঙে ওঁদের উপর পড়ে যায়। বাড়িতে চার জন ছিলেন। এক জনকে উদ্ধার করা যায়নি। শিশুটির মৃত্যু হয়েছে।’’
মুরারই এক ব্লকের বিডিও মিঠুন বিশ্বাস বলেন, ‘‘আমরা বিষয়টি শুনেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। প্রশাসনিক তরফে যা যা করার আমরা নিশ্চয়ই করব।’’