arrest

মাওবাদী সন্দেহে বীরভূমে গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই বেলিয়া গ্রামের পুকুরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যান বাবুল। গোপন সূত্র মারফত সেই খবর পৌঁছয় পুলিশের কাছে। এর পরেই শনিবার অভিযান চালানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:৫১
Share:

—প্রতীকী ছবি।

মাওবাদী সন্দেহে বীরভূমে গ্রেফতার এক। ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামে এক আত্মীয় বাড়িতে গিয়ে উঠতেই বাবুল সূত্রধর নামে বছর আটচল্লিশের ওই প্রৌঢ়কে গ্রেফতার করে জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১২ বছর ধরে পলাতক ছিলেন বাবুল। তার পরেও শেষরক্ষা হল না! তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ, এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ছিল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই বেলিয়া গ্রামের পুকুরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যান বাবুল। গোপন সূত্র মারফত সেই খবর পৌঁছয় পুলিশের কাছে। এর পরেই শনিবার অভিযান চালানো হয়। সকালে তাঁর বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। নেতৃত্ব দেন রামপুরহাট এসপিডিও ধীমান মিত্র। তাঁর কাছ থেকে অস্ত্রশস্ত্র বাবুলের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের হয় মুর্শিদাবাদের নওদা থানায়।

পুলিশ জানিয়েছে, রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। তাঁর বিরুদ্ধে যে সব থানায় অভিযোগ দায়ের, সেই থানাগুলিতেও নোটিস দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement