প্রতীকী ছবি।
ডাইন অপবাদে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। সোমবার দুপুরে বাঘমুণ্ডি থানার বীরগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর পুত্রবধূ ও মেয়ে। পুলিশ ও গ্রামবাসীর একাংশ আহত তিন জনকে উদ্ধার করে সন্ধ্যায় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ভর্তি করায়।
হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার মাথার আঘাত গুরুতর। বাকিদের আঘাত তুলনায় কম। বৃদ্ধার মেয়ের অভিযোগ, ‘‘দুপুরে মা আমার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বসেছিল। সেই সময়ে জ্ঞাতিদের কয়েকজন মাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করে। বৌদি ও আমি বাঁচাতে গিয়েছিলাম। ওরা আমাদেরও মারধর করে।’’
তাঁর দাবি, আগেও তাঁর মাকে অপবাদ দিয়ে মারধর করা হয়েছিল। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধর করা হয়েছে। অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘জেলায় এখনও কিছু এলাকায় ডাইন নিয়ে কিছু মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা নিগৃহীতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে তাঁদের আইনি সহায়তা দেব।’’