Manbazar

বিজেপিতে যোগ, দাবি

প্রায় চারশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বাঁকুড়ার ইঁদপুরের বিজেপি নেতাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫৯
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দাবি উঠল দুই জেলায়।

Advertisement

বুধবার বিকেলে পুরুলিয়ার মানবাজারে তৃণমূল সমর্থক ২০টি সংখ্যালঘু পরিবারের শতাধিক সদস্য বিজেপিতে যোগ দেন বলে দাবি গেরুয়া শিবিরের। মানবাজার ২ ব্লকের জাওড়া গ্রামে দলবদলের অনুষ্ঠান হয়েছে বলে জানান বিজেপির মানবাজার ২ মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো। উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল গফফর আনসারি, এসটি মোর্চার জেলা সভাপতি পারসি মুর্মু, কিসান মোর্চার জেলা সভাপতি বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দলবদলের দাবি অস্বীকার করেছেন।

অন্য দিকে, প্রায় চারশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বাঁকুড়ার ইঁদপুরের বিজেপি নেতাদের। বৃহস্পতিবার বিকেলে ইঁদপুরের জোড়দায় বিজেপির একটি পথসভায় নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের ইঁদপুর ১ মণ্ডলের সভাপতি তারকনাথ গোস্বামী। যদিও ইঁদপুর ব্লক তৃণমূলের সভাপতি অসিত লায়েক দাবি করেন, তাঁদের দলের কেউ বিজেপিতে যাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement