লটারির টিকিটে কোটিপতি রামকৃষ্ণ প্রামাণিক।
স্বপ্নেও ভাবেননি, একবেলাতেই কোটিপতি হয়ে যাবেন! সোমবার সকালে মাত্র ৩০ টাকা খরচ করে লটারি কিনেছিলেন। দুপুর গড়ানোর আগে সেই টিকিটেই কোটিপতি নলহাটির বাসিন্দা রামকৃষ্ণ প্রামাণিক। পেশায় তিনি রেশন ডিলার।
বীরভূম জেলার নলহাটির থানার ভগবতীপুরের বাসিন্দা রামকৃষ্ণের নিজের একটি রেশন দোকান রয়েছে। সঙ্গে সামান্য জমিজমা। স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে তাঁর চার জনের সংসার। রামকৃষ্ণ জানান, ৯ অগস্ট সকালে এলাকার একটি দোকান থেকে ৩০ টাকা দিয়ে লটারির একটি টিকিট কিনেছিলেন। দুপুরের মধ্যে সে টিকিটের প্রথম প্রাইজ জেতার খবর পান। ফলে একবেলাতেই ১ কোটি টাকার মালিক হয়ে যান রামকৃষ্ণ। তিনি বলেন, ‘‘লটারির প্রথম প্রাইজ জিতলেও কোটি টাকা হাতে পাইনি। লটারি ইনস্পেক্টর এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর-সহ ওই টিকিটটি নিয়ে গিয়েছে। সরকারি প্রক্রিয়া শেষ হলেই ১০-১৫ দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।’’
৩০ টাকার এই লটারির টিকিটেই প্রথম পুরস্কার জিতেছেন রামকৃষ্ণ।
বাবা কোটিপতি হলেও রামকৃষ্ণের ছেলে পার্থসারথি প্রামাণিকের আক্ষেপ যাচ্ছে না। তিনি বলেন, ‘‘বছরখানেক আগেও যদি এ টাকাটা পাওয়া যেত! তবে হয়তো নিজের পড়াশোনাটা এ ভাবে মাঝপথে ছাড়তে হত না। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হতে পারিনি। এখন বাবার ব্যবসা সামাল দিচ্ছি। একটা বেসরকারি কাজও করি।’’ তবে বোন সাথী প্রামাণিকের পড়াশোনা যাতে শেষ হয়, সে দিকে নজর দেবেন বলে জানিয়েছেন পার্থসারথি। তাঁর কথায়, ‘‘বোন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ওর ইচ্ছে স্কুলশিক্ষিকা হওয়ার। এ বার সে স্বপ্ন পূরণ হবে। ব্যাঙ্কের ঋণও মেটাতে পারব।’’ পার্থসারথি আরও বলেন, ‘‘দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য বাবাকে বলব।’’