বিষ্ণুপুর মাতল সঙ্গীত সম্মেলনে

কলকাতা আকাশবাণী এবং বিষ্ণুপুর পুরসভার যৌথ উদ্যোগে শুক্রবার থেকে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে হয়ে গেল দু’দিনের সঙ্গীত সম্মেলন। সেই সঙ্গে ছিল আলোচনাচক্রও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০২:০০
Share:

গানে: যদুভট্ট মঞ্চে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

কলকাতা আকাশবাণী এবং বিষ্ণুপুর পুরসভার যৌথ উদ্যোগে শুক্রবার থেকে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে হয়ে গেল দু’দিনের সঙ্গীত সম্মেলন। সেই সঙ্গে ছিল আলোচনাচক্রও।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর ঘরানার প্রবীণতম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টেশন ডিরেক্টর সুতপা দত্তগুপ্ত এবং বিষ্ণুপুরের পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায়। এরপরে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় দু’টি গান পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন সমর সাহা। এরপর কোয়েল দাশগুপ্ত লঘু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। শুক্রবারের শেষ নিবেদন ছিল পণ্ডিত সুররঞ্জনের সরোদ বাদন। তাঁকে তবলায় সঙ্গত করেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে বিষ্ণুপুর ঘরানা বিষয়ক আলোচনাসভায় বক্তব্য রাখেন বিষ্ণুপুর রামশরণ মিউজিক কলেজের অধ্যক্ষ সুজিত গঙ্গোপাধ্যায়, দেবব্রত সিংহ ঠাকুর এবং অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের শিল্পীরা সেতার, গিটার, বাঁশী, তবলা পরিবেশন করেন। লঘু সঙ্গীত পরিবেশন করেন চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং দীপাবলী দত্ত। সব শেষে পুরাতনী বাংলা গান এবং টপ্পা পরিবেশন করেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। তবলায় সঙ্গত করেন ঋষিকুমার চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement