বানান সংশোধন করা হল স্কুলের। নিজস্ব চিত্র
খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে লেখা স্কুলের নামের ভুল বানান।
রবিবার রাতে পুরুলিয়ার ১ নম্বর গ্রামীণ চক্রের ওই স্কুলের নামের ভুল বানান নিয়ে খবর প্রকাশিত হয়েছিল আনন্দবাজার অনলাইনে। স্কুলের নামে ভুল বানানের বিষয়টি প্রকাশ্যে আসায় জেলার শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে। শুধু তাই নয়, স্কুলের শিক্ষকদের চোখে কেন এই ভুল বানান ধরা পড়ল না, আর যদি পড়েও থাকে, তা হলে ওই ভুল বানান সংশোধন করা হল না কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিভাবকদের একাংশ। তার পর সোমবার দুপুরের মধ্যেই তা সংশোধন করে নেওয়া হয়। মূল ফটকটিতে হলুদ রং করে তার উপর কালো কালিতে লেখা হল স্কুলের নাম— ‘রুদড়া প্রাথমিক বিদ্যালয়’।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুতপা দাস বলেন, ‘‘ভুলটি দুর্ভাগ্যজনক। সেটি আমাদের নজরে পড়েনি। বিষয়টি সামনে আসার পরই সংশোধন করে দেওয়া হয়েছে।’’ পুরুলিয়া ১ নম্বর গ্রামীণ চক্রের বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) বিবেক রায় বলেন, ‘‘অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। সেটা মিডিয়ার মাধ্যমে সামনে আসায় সংশোধন করা হয়েছে।’’