TMC

TMC: চা খাচ্ছিলেন, হঠাৎ উড়ে এল বোমা, রামপুরহাটে খুন হলেন তৃণমূল উপপ্রধান

ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২১:৫৭
Share:

নিজস্ব চিত্র।

বোমা ছুড়ে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে হত্যা করল দুষ্কৃতীরা। সোমবার বীরভূম জেলায় ৬০ নম্বর জাতীয় স়ড়কের কাছে রামপুরহাট বগটুই মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ভাদু শেখ।

Advertisement

ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। আর সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতীরা।

ঘটনার পর স্থানীয়েরাই রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হতেই চিকিৎসকেরা ভাদুকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উপপ্রধানের উপর বোমা হামলার পরেই নড়েচড়ে বসেছে রামপুরহাট থানার পুলিশ। এলাকায় টহলদারি শুরু হয়েছে। উপপ্রধানের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হল পুলিশের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement