খুঁটি-পুজো: মহামায়া সঙ্ঘের দুর্গাপুজোর প্রস্তুতি। নিজস্ব চিত্র
দুবরাজপুরের লোবায় প্রস্তাবিত খাগড়া–জয়দেব কয়লাখনি প্রকল্প নিয়ে আজ, মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে জেলা পরিষদের সভাগৃহে। ওই অঞ্চলে মাটির নীচে থাকা কয়লা তোলার বরাত পাওয়া ডিভিসি-র (দামোদর ভ্যালি কর্পোরেশন) আধিকারিক ছাড়াও জেলাশাসক পি মোহন গাঁধী, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) নীলকমল বিশ্বাস, মহকুমাশাসক (সিউড়ি) কৌশিক সিংহ, দুবরাজপুরের বিডিও ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতির মতো প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার কথা। থাকার কথা জনপ্রতিনিধি, কৃষকদেরও।
জমির উপযুক্ত দাম এবং ক্ষতিপূরণের দাবিতে লোবায় কৃষিজমি রক্ষা কমিটির আন্দোলনের জেরে ২০১২ সালেই থমকে গিয়েছিল প্রস্তাবিত কয়লা খনি গড়ার কাজ। আপত্তি তোলা হয়েছিল জমি কেনার পদ্ধতি ঘিরেও। এলাকার ৩০০০ একর জমির মধ্যে ৭০০ একর জমি কিনলেও কাজ থেকে পুরোপুরি হাত গুটিয়ে নিয়েছিল পিপিপি ভিত্তিতে গড়া ডিভিসি-এমটা প্রকল্প। পরে সুপ্রিম কোর্ট যে ক’টি কোলব্লক বণ্টন অবৈধ ঘোষণা করে সেই তালিকায় ছিল লোবায় খাগড়া-জয়দেব প্রস্তাবিত খোলামুখ কয়লাখনি। পরে ফের মাটির নীচে কয়লা তোলার বরাত পায় দামোদর ভ্যালি কর্পোরেশন।
ঠিক কোন পথে এগোলে সুষ্ঠু ভাবে এগোনো যায়, ভিতরে ভিতরে তার প্রস্তুতি চলছে। সেই সূত্রেই মঙ্গলবারের বৈঠক। সেখানে জমি অধিগ্রহণের আগে জমির দাম, পুনর্বাসন প্যাকেজ, এলাকার কৃষিজীবীদের দাবি, এলাকার আর্থ-সামাজিক অবস্থা-সহ নানা দিক খতিয়ে দেখা হবে জানিয়েছেন জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা।