Maoist Poster

পোস্টার-কাণ্ডে গ্রেফতার যুবক

সোমবার সকালে সারেঙ্গা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে মাওবাদী নামাঙ্কিত দু’টি পোস্টার উদ্ধার করে সারেঙ্গা থানার পুলিশ। ওই পোস্টারে প্রতিশ্রুতিমতো চাকরি দেওয়া হয়নি বলে উল্লেখ ছিল। পোস্টার উদ্ধারের পরে পুলিশ তদন্ত শুরু করে ওই যুবককে গ্রেফতার করে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খাতড়া শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৫
Share:

প্রতীকী চিত্র

দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ধরেছে পুলিশ। ধৃত প্রভাস সাহুর বাড়ি সারেঙ্গা বাজারে। মঙ্গলবার রাতে পেশায় গাড়ির চালক বছর পঁয়ত্রিশের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি পক্ষের আইনজীবী সন্দীপ চক্রবর্তী জানান, ধৃতের বিরুদ্ধে জুলুমবাজি (ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারা) ও গুজব ছড়ানোর (ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারা) অভিযোগ রয়েছে।

Advertisement

এসডিপিও (খাতড়া) বিবেক বর্মা এ দিন বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেওয়ার ঘটনায় জড়িত। পাশাপাশি, সারেঙ্গা এলাকায় মোবাইল মারফত সোশ্যাল মিডিয়ায় মাওবাদীদের নাম করে ভীতিমূলক ‘পোস্ট’ করতেন তিনি। সে সব ‘পোস্ট’-এ শান্তি বিঘ্নিত করার চেষ্টা রয়েছে, যা অপরাধমূলক কাজ।’’ এসডিপিও-র আরও দাবি, ‘‘প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, এ ধরনের ‘পোস্ট’ ধৃত দীর্ঘদিন ধরে করছেন। শুধু তা-ই নয়, এ ধরনের ‘পোস্ট’ করে স্থানীয় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকাও আদায় করতেন বলে জানা গিয়েছে। এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গেও ধৃত জড়িত বলে খবর।’’ সোমবার সকালে সারেঙ্গা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে মাওবাদী নামাঙ্কিত দু’টি পোস্টার উদ্ধার করে সারেঙ্গা থানার পুলিশ। ওই পোস্টারে প্রতিশ্রুতিমতো চাকরি দেওয়া হয়নি বলে উল্লেখ ছিল। পোস্টার উদ্ধারের পরে পুলিশ তদন্ত শুরু করে ওই যুবককে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement