মিছিলে উস্কানিমূলক বক্তৃতা করা এবং শ্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি-র শ্যামল এবং অচ্যুতানন্দের বিরুদ্ধে।
আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় খাতড়া শহরের বিজেপির নেতা শ্যামল সরকার এবং অচ্যুতানন্দ ঘোষকে কারণ দর্শানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও ওই দুই নেতা জানিয়েছেন, শুক্রবার বিকাল পর্যন্ত তাঁদের কাছে কোনও নোটিশ পাননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ শ্যামল এবং অচ্যুতানন্দের নেতৃত্বে খাতড়া শহরে বিজেপির একটি মিছিল বেরিয়েছিল। মিছিল শেষে একটি পথসভায় বক্তৃতা করার সময় শ্যামল খাতড়া থানার আইসি-র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। শ্যামলবাবুর অভিযোগ ছিল, ‘‘আমাদের দলীয় কর্মীদের গাড়ি আটক করে সভাতে লোক আসতে বাধা দেওয়া হয়। তাতে মদত রয়েছে আইসি-র। বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রান করার চেষ্টা করা হচ্ছে। মিছিল শেষে বাড়ি যাওয়ার পর দলের ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হবে।’’ খাতড়ার আইসি'র ‘মাথার টুপি খুলে নেবো’ বলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল শ্যামলের বিরুদ্ধে।
এ ছাড়াও মিছিলে উস্কানিমূলক বক্তৃতা করা এবং শ্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল শ্যামল এবং অচ্যুতানন্দের বিরুদ্ধে। খাতড়ার মহকুমা শাসক রাজু মিশ্র বলেন, ‘‘পুলিশের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা ও সভায় ধর্মীয় উস্কানি মূল কথা বলার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আদর্শ আচরণ বিধিতে এই ধরনের কথা বলা নিষিদ্ধ। শুক্রবার তাঁদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে।’’ ‘শো-কজে’-র উত্তর দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে ওই দুই নেতাকে। শ্যামলবাবু ও অচ্যুতানন্দবাবু বলেন, ‘‘নোটিস পেলে তার ব্যাখ্যা দেব।’’