ছোট ছোট অসংখ্য সভা আর বুথ-পিছু নিদেনপক্ষে একটি দেওয়াল লিখন। জোড়া কৌশলে ভর করে বীরভূমে প্রচার কৌশল সাজাচ্ছে বিজেপি।
জেলার দুটি আসনের অধিকাংশ দেওয়াল তৃণমূলের দখলে। রাজ্যের শাসকদলের প্রধান প্রতিপক্ষ হিসেবে দাবি করে যে দল, সেই বিজেপি দেওয়াল-প্রচারে তৃণমূলের ধারে-কাছেও নেই। এই বাস্তবতা মেনে নিয়ে বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলছেন, ‘‘দেওয়াল আগে থেকেই শাসক দলের কর্মীরা দখল করে রেখেছে। ওদের দখল করা দেওয়ালে প্রচার করতে গেলে পেশি-শক্তির প্রয়োগ করতে হবে। তা না করে আমরা ছোট ছোট সভা করে যতটা সম্ভব বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছি।’’ যোগ করছেন, ‘‘নিবিড় প্রচার ছাড়াও বোলপুর ও বীরভূম কেন্দ্রের প্রতি বুথে দলীয় প্রার্থীর নাম উল্লেখ করে কেন্দ্রে মোদীজির সমর্থনে স্থায়ী
সরকার গঠনের আবেদন জানিয়ে অন্তত একটি করে দেওয়াল লেখার জন্য কর্মীদের বলা হয়েছে।’’
জেলা রাজনীতির খোঁজ রাখেন, এমন অনেকেই মানেন বীরভূমে বামেরা যতটা দেওয়াল লিখেছে, তত দেওয়াল লিখতে পারেনি বিজেপি। তৃণমূলের তরফে যেমন প্রার্থীর নাম ঘোষণার অনেক আগে দেওয়াল দখল করে রাখা হয়েছিল। বামফ্রন্ট কর্মীরাও প্রার্থীদের নাম ঘোষণার আগে দেওয়াল দখল করেছিল। তুলনায় নিষ্প্রভ বিজেপি। বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রেই এই ছবি দেখা গিয়েছে। এমনিতে
দুটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার অনেক পরে বিশেষ করে বোলপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
এখন পরিস্থিতি সামাল দিতে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি দাবি করেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ, দু’জনের মধ্যে এক জনের রামপুরহাটে সভা করার কথা ছিল। আমরা অমিত শাহকে পেয়েছি। রামপুরহাটে সেই সভা হবে।’’ তবে কবে সেই সভা হবে তার দিন এখনও ঠিক হয়নি। জেলা সভাপতির মতো বীরভূম জেলার দুই কেন্দ্রের পর্যবেক্ষকরাও জানিয়েছেন, দুই কেন্দ্র মিলিয়ে মোট ১৪টি বিধানসভায় ৬০ থেকে ৭০টি ছোট ছোট সভা করবেন প্রার্থীরা। কবে, কোথায় প্রার্থীরা সভা করবেন তার তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে দুই কেন্দ্রের পর্যবেক্ষকরা জানিয়েছেন।
দুই কেন্দ্রের প্রার্থীরাও প্রচারে ছোট ছোট সভাকে গুরুত্ব দিচ্ছেন। বীরভূম লোকসভা কেন্দ্রের দুধকুমার মণ্ডলের নাম আগে ঘোষণা হওয়ায় মা তারার পুজো দিয়ে তারাপীঠ সহ রামপুরহাট ২ ব্লকের সাহাপুর, বুধিগ্রাম অঞ্চলের বেশ কিছু জায়গায় ছোট ছোট সভা এবং বাড়ি বাড়ি প্রচার সেরে ফেলেছেন। পাশাপাশি দুবরাজপুর, মহম্মদবাজার এবং রামপুরহাট ১ ব্লকের বেশ কিছু জায়গায় ছোট ছোট সভা করেছেন। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস নাম ঘোষণার পরের দিন, বুধবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন।