road blocked

রাস্তা আটকে তোলা, অবরোধ

ট্রাক মালিকরা সেখানেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন। পরে ট্রাক মালিকরা প্রতিবাদ করায় পিছু হাটতে বাধ্য হয় যুবকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মুরারই শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০২:১৮
Share:

এই সেই কুপন। নিজস্ব চিত্র

কুপন ছাপিয়ে ট্রাক থেকে তোলা নেওয়ার অভিযোগে মুরারই থানার রাজগ্রাম-মোহনপুর রাস্তা অবরোধ করলেন এলাকার মানুষ। ঘণ্টাখানেক পরে অবরোধ ওঠে। ট্রাক মালিকদের অভিযোগ, কিছু যুবক রীতিমতো কুপন ছাপিয়ে বৃহস্পতিবার থেকে ছয় চাকা ৪০০ টাকা এবং বাকি সব গাড়ি থেকে ৬০০ টাকা করে তুলতে শুরু করে। বাইরের গাড়ি টাকা দিয়ে চলে গেলেও স্থানীয় গাড়ি মালিকরা টাকা দিতে চাননি। এরপরেই রাস্তা অবরোধ শুরু হয়।

Advertisement

ট্রাক মালিক আব্দুল আজিম বলেন, ‘‘দুপুর দুটো থেকে অবৈধ ভাবে এই তোলা আদায় শুরু হয়। প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।’’ মুরারই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মমতাজ হোসেনও জানিয়েছেন, বাধ্য হয়েই ওই অবরোধ। অন্য দিকে, সুন্দরপাহাড়ি শিল্পাঞ্চলের চাতরার কাছেও একই ভাবে কিছু যুবককে টাকা আদায় করতে দেখা গিয়েছে বলে দাবি।

ট্রাক মালিকরা সেখানেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন। পরে ট্রাক মালিকরা প্রতিবাদ করায় পিছু হাটতে বাধ্য হয় যুবকেরা। বিষয়টি কানে গিয়েছে প্রশাসনেরও। কারা এমন করল, পুলিশ-প্রশাসন বিষয়টি দেখছে। পুলিশের এক কর্তার কথায়, ‘‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement