Food Scam

শিশুদের দেওয়া খিচুড়িতে মরা টিকটিকি! বিতর্কে বীরভূমের অঙ্গনওয়াড়ি

স্থানীয় সূত্রে খবর, প্রত্যেক দিনের মতো বুধবারও খিচুড়ি দেওয়া হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের। সেই খাবারেই টিকটিকি মিলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

খয়রাশোল শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২৩:৪২
Share:

—নিজস্ব চিত্র।

ফের অঙ্গনওয়াড়ির খাবারে টিকটিকি থাকার অভিযোগ উঠল বীরভূমে। খয়রাশোল ব্লকের রানিপাথর গ্রামে দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও এই ঘটনায় কোনও শিশুর অসুস্থ হওয়ার খবর মেলেনি এখনও পর্যন্ত।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রত্যেক দিনের মতো বুধবারও খিচুড়ি দেওয়া হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের। সেই খাবারেই টিকটিকি মিলেছে। এই ঘটনার পরেই শিশুদের খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকেই বর্তমানে সুস্থ হয়েছে।

দিন চারেক আগে মালদহের চাঁচলেও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা মিলেছিল। তা নিয়ে বিক্ষোভও দেখান অভিভাবকেরা। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বার বীরভূমের অঙ্গনওয়াড়িতে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement