Visva Bharati

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি তুলল বাম ছাত্র সংগঠনগুলো

বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ,  বিশ্বভারতীর বুকে এমন রাজনীতিকরণ আগে কখনও দেখা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২৩:১৪
Share:

নিজস্ব চিত্র।

বিশ্বভারতীতে সরাসরি রাজনীতির প্রবেশের জন্য দায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগ দাবি করল বাম ছাত্র যুব সংগঠন। সোমবার শান্তিনিকেতনের দমকল অফিসের সামনে বিক্ষোভ দেখাল তারা। রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তারা ক্ষোভ উগড়ে দিয়েছে উপাচার্যের বিরুদ্ধে।

Advertisement

বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বিশ্বভারতীর বুকে এমন রাজনীতিকরণ আগে কখনও দেখা যায়নি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আসার পর থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে। উপাচার্যের পদত্যাগের দাবিও তোলে তারা। সেই সঙ্গে আগামী দিনে আরও বড়ো আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ছাত্র সংগঠনগুলো।

বিশ্বভারতীর ছাত্র মইনুল হোসেন বলেন, “আমরা আজ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সকলে উপস্থিত হয়েছি বিশ্বভারতীর সাম্প্রতিক রাজনীতির ঘটনার প্রতিবাদে। যে ভাবে শাসক দল রাস্তা উদ্বোধন করল, আবার যে ভাবে উপাচার্য বিশ্বভারতীর গৈরিকীকরণ করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই উপাচার্যের পদত্যাগ চাই আমরা। আগামী দিনে আমরা মিছিল করব, আরও বৃহৎ আন্দোলনে নামব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement