JP Nadda

পরিবর্তন যাত্রা শুরু তারাপীঠে

বিজেপি সূত্রের খবর, রথযাত্রার সূচনার সঙ্গে তারাপীঠ সংলগ্ন এলাকায় নড্ডা সভাও করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর, রামপুরহাট শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৩৭
Share:

প্রতীকী ছবি।

সব ঠিক থাকলে তারাপীঠে পুজো দিয়ে বীরভূমে বিজেপির পরিবর্তন যাত্রার রথের রশি টানার সূচনা করতে পারেনি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

Advertisement

বিজেপি সূত্রের খবর, রথযাত্রার সূচনার সঙ্গে তারাপীঠ সংলগ্ন এলাকায় নড্ডা সভাও করবেন। সেই মতো ৯ ফেব্রুয়ারি সভা করার জন্য তারাপীঠের চিলা মাঠের অনুমোদনের জন্য জেলা পুলিশ সুপারের কাছে দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের অনুমোদন পাওয়া যায়নি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে পরিবর্তন যাত্রার সূচনার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার যাত্রার প্রস্তুতি নিয়েই বোলপুরের বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক করেন জেলা-সহ রাজ্যের বিজেপির নেতাকর্মীরা ।

বিজেপি সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল বিজেপির পরিবর্তন যাত্রা ৮ ফেব্রুয়ারি হাঁসন বিধানসভার অধীন তারাপীঠে সূচনা হবে। পরবর্তীতে দিন পরিবর্তন হয়ে ৯ ফেব্রুয়ারি করা হয়েছে বলে দলের জেলা সহ-সভাপতি শুভাশিস চৌধুরী জানান। তিনি বলেন, ‘‘পরিবর্তন যাত্রা সূচনা করার পরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার রামপুরহাট বা তারাপীঠে সভা করার কথা ছিল। সেই মতো রামপুরহাটে রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড ও তারাপীঠে চিলা কাঁদরের মাঠও পর্যবেক্ষণ করেন বিজেপি নেতৃত্ব।’’ কিন্তু রামপুরহাট শহরে ভিড়, গাড়ি পার্কিং করার জায়গা এই সমস্ত কিছু বিবেচনা করার পরে শেষমেষ তারাপীঠ সংলগ্ন এলাকায় নড্ডা সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে শুরু হয় রামপুরহাটের ভাঁড়শালা মোড় হয়ে নলহাটিতে পৌঁছবে রথ। সেখানেই রাত্রিযাপন করে নলহাটি থেকে মল্লারপুর, ময়ূরেশ্বর হয়ে পরের দিন সাঁইথিয়াতে রাত্রিযাপন। সেখান থেকে লাভপুর, আমোদপুর,পাড়ুই হয়ে সিউড়িতে রাত্রিযাপন করার কথা রয়েছে। তার পরের দিন সিউড়ি থেকে রাজনগর, লোকপুর, দুবরাজপুর, ইলামবাজার হয়ে বোলপুরে পৌঁছবে।

এই কর্মসূচি চলার দিনগুলিতে প্রতিটি বিধানসভা এলাকাতেই বিজেপির একজন করে কেন্দ্রীয় অথবা রাজ্য নেতার উপস্থিত থাকার কথা।

বোলপুরে এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সহকারী পর্যবেক্ষক নির্মল কর্মকার, জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ তিন জেলার সভাপতিরা। এ দিনের বৈঠকে মূলত পরিবর্তন যাত্রা কোথা থেকে শুরু হবে, কোন পথ দিয়ে যাবে, কোথায় রাত্রিযাপন হবে সেই সমস্ত কিছু আলোচনা করা হয়। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এ দিনের বৈঠক হয়েছে মূলত পরিবর্তন যাত্রা নিয়েই। এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে এই সরকারের পরিবর্তন নিশ্চিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement