পথে নেমে সরব পড়ুয়া, শিক্ষকরাও

রবিবার রাত থেকেই জেএনইউ-তে মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তখন থেকেই এই ঘটনার প্রতিবাদ জানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় বিশ্বভারতীতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শান্তিনিকেতন শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০১:১৫
Share:

প্রতিবাদ: জেএনইউয়ের পাশে বিশ্বভারতী। সোমবার সন্ধ্যায় শান্তিনিকেতনে পড়ুয়া, কর্মী ও অধ্যাপকদের মিছিল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

রবিবার রাত থেকেই শুরু হয়েছিল প্রতিবাদের প্রস্তুতি। সমাজমাধ্যমে চলছিল প্রচার। সোমবার সন্ধ্যায় জেএনইউ-তে হামলার প্রতিবাদের মিছিলে পা মেলালেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপকরা।

Advertisement

রবিবার রাত থেকেই জেএনইউ-তে মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তখন থেকেই এই ঘটনার প্রতিবাদ জানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় বিশ্বভারতীতে। সমাজমাধ্যমে প্রতিবাদ জানান অনেক পড়ুয়াই। সোমবার সন্ধ্যা ৬টায় উপাসনাগৃহের সামনে জমায়েতের ডাক দিয়ে বার্তা ছড়ায়। এ দিন বিকেল থেকেই দেখা যায় অনেকে ঘটনার প্রতিবাদে নানা পোস্টার লিখতে ব্যস্ত।

পরিকল্পনা মতোই এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ মিছিল শুরু হয় শান্তিনিকেতনে উপাসনাগৃহের সামনে থেকে। মিছিলে পড়ুয়াদের সঙ্গে যোগ দেন শিক্ষক-শিক্ষিকারাও। এ দিনের মিছিলে শ’খানেক পড়ুয়া-অধ্যাপক শামিল হয়েছিলেন। এ দিনের মিছিল থেকে জেএনইউর ছাত্র-ছাত্রীদের উপর হামলার ঘটনায় হাতে প্ল্যাকার্ড নিয়ে এবিভিপিকে তীব্রভাবে আক্রমণ করতে দেখা যায় মিছিলে যোগদানকারী বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের। মিছিল থেকে স্লোগান ওঠে, ‘‘এবিভিপিকে জানাই ধিক ধিক ধিক্কার’’, ‘‘বিজেপি তুমি হুঁশিয়ার।’’ জেএনইউ-তে হামলার প্রতিবাদ ছাড়াও মিছিল থেকে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করা হয়। উপাসনাগৃহ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার উপাসনাগৃহের সামনে এসে শেষ হয় মিছিল।

Advertisement

মিছিলে যোগ দেওয়া বিশ্বভারতীর পড়ুয়া মইনুল হোসেন, জয়দীপ সাহাদের কথায়, ‘‘ছাত্র-ছাত্রীরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছিল। তাদের উপর এই ধরনের হামলা আমরা কোনও ভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। এই ঘটনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে।’’ মিছিলে যোগ দিয়েছিলেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘আমিও একসময় জেএনইউ-র ছাত্র ছিলাম। সেই সময় কখনও এই ধরনের ঘটনা ঘটেনি বিশ্ববিদ্যালয়ে।’’ পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বিকাশ গুপ্ত বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমরা কোনওভাবেই মেনে নিতে পারছি না।’’

প্রতিবাদ হয়েছে জেলার অন্য প্রান্তেও। সোমবার বিকেলে জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে এবং ৮ জানুয়ারি সাধারণ ধর্মঘট সফল করার আর্জি নিয়ে সিউড়ির চার জায়গায় পথসভা করেন বাম ছাত্র, যুব, শ্রমিক এবং শিক্ষক সংগঠনের সদস্যরা। দিল্লির ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার সিউড়িতে মিছিল করার কথা তৃণমূলের। রামপুরহাটে মিছিল করেছেন তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলের যুব নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement