Tarapith

তারাপীঠে আসবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তারাপীঠ সফর ঘিরে শনিবার প্রস্তুতি নিল বীরভূম জেলা পুলিশ প্রশাসন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০২:০৯
Share:

ফাইল চিত্র।

তারাপীঠে পুজো দিতে আসবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর তারাপীঠ সফর ঘিরে শনিবার প্রস্তুতি নিল বীরভূম জেলা পুলিশ প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে আসার কথা। সেই মতো শনিবার রামপুরহাটে সার্কিট হাউসে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক রামপুরহাট থানা-সহ তারাপীঠ থানার পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর তারাপীঠে মা তারার দর্শন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুমকা রামপুরহাট সড়ক ধরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর তারাপীঠ আসার কথা। দুপুর বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা। সেই মতো ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের সুরুচুয়া এলাকা থেকে তারাপীঠ পর্যন্ত পুলিশি নজরদারি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement