ফাইল ছবি
বীরভূমের দুই স্বাস্থ্য জেলার মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। তবু হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। করোনাবিধি শিকেয় তুলে দিব্যি মাস্কবিহীন জনতা হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছে।
রামপুরহাট স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, "১৭ জন চিকিৎসক, ৫০ জনের বেশি নার্সিং স্টাফ, অফিস স্টাফ সব মিলিয়ে প্রায় ১০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ৮ থেকে ১০ জন করে আক্রান্ত হচ্ছেন।’’ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় চিকিৎসার পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্যায় পড়তে হচ্ছে। তবু তাঁরা চেষ্টা করছেন পরিষেবা স্বাভাবিক রাখতে।
করোনার বাড়বাড়ন্তে হুঁশ ফিরেছে না সাধারণ মানুষের। মঙ্গলবারও রামপুরহাট সব্জি বাজারে মাস্কবিহীন ক্রেতার উপচে পড়া ভিড় চোখে পড়েছ। বিক্রেতাদের কারওর মুখে মাস্ক দেখা যায়নি। এর পাশাপাশি গোটা রামপুরহাট শহর জুড়েই অসচেতনতার ছবি নজরে এসেছে।