ছোট আকারে হবে মেলা। — ফাইল চিত্র
সিদ্ধান্ত বদল হল জয়দেব-কেঁদুলির মেলা নিয়ে। এ বছর ছোট করে মেলা হবে। এমনটাই জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
মঙ্গলবার চন্দ্রনাথ বলেন, ‘‘জয়দেব মেলা যেমন হয় তেমনই হবে। কোভিড বিধি মেনে মেলা হবে। এটা ঐতিহ্যশালী মেলা। ধর্মীয় আবেগকে আমরা বন্ধ রাখতে পারব না। তাই করতে বাধ্য হচ্ছি। তবে, নজর থাকবে যাতে কোভিড বিধি মানা হয়। ছোট জায়গার মধ্যে মেলা হবে। অল্প কিছু দোকান বসানো হবে।’’
বীরভূমের জয়দেব-কেঁদুলিতে বাউল-কীর্তনীয়াদের এই মেলায় প্রতি বছর বহু মানুষের আগমন হয়। কয়েক দিন আগে বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ জানিয়েছিলেন, এ বছর মেলা হবে না, তবে পুণ্যস্নানের ব্যবস্থা করা হবে। এ বার সেই সিদ্ধান্তের বদল ঘটল। তবে মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মহকুমাশাসক কোনও মন্তব্য করেননি।