Jhalda

Jhalda: ঝালদার আইসি-কে যাবতীয় দায়িত্ব থেকে সরানো হল, থানা সামলাবেন এসডিপিও

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ওই আইসি-র বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ করে আসছিলেন মৃতের পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ২০:৫৮
Share:

ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ। নিজস্ব চিত্র

ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে যাবতীয় দায়িত্ব থেকে সরানো হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসডিপিও সুব্রত দেবকে ওই থানা সামলাতে বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে।
ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় থানার আইসি সঞ্জীবের বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ করে আসছিলেন মৃতের পরিবার। এর পর তপনের ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে আইসি সঞ্জীবের ফোনে কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। যা নিয়ে তোলপাড় হয়। সেই আবহে বৃহস্পতিবার সঞ্জীবকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয় বৃহস্পতিবার। মিঠুন বলেন, ‘‘পারলৌকিক ক্রিয়াকলাপ মিটে যাওয়ার পর আমরা উচ্চ আদালতে যাব। এত দিনেও তদন্তের তেমন অগ্রগতি হয়নি। সিবিআই তদন্ত ছাড়া কিছু হবে বলে মনে হয় না।’’

কংগ্রেস নেতা নেপাল মাহাতোর বক্তব্য, ‘‘আমরা দলীয় ভাবে আন্দোলনের জন্য চাপ সৃষ্টি করব। সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাব, অন্য কোনও রাস্তা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement