নিজস্ব চিত্র
হোটেলে ঘর পরিষ্কার করছিলেন এক কর্মী। ঘরে রাখা ডাস্টবিন থেকে নোংরা তুলে ফেলতে গিয়েই চমকে ওঠেন তিনি। পলিথিন ব্যাগের মধ্যে ভারী ওটা কী! খুলে দেখতেই চোখ ছানাবড়া হয়ে যায় ওই কর্মীর। সঙ্গে সঙ্গে হোটেল মালিককে খবরটা দেন তিনি। ডাস্টিবনের ভিতর থেকে উদ্ধার হয় মোট ৪০ লক্ষ ২৮ হাজার টাকা। ঘটনাটি রামপুরহাটের।
হোটেল সূত্রে জানা গিয়েছে, ওই পলিথিনের মধ্যে ৫০০ টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল। বিষয়টি জানার পরই হোটেল মালিক রবীন্দ্রনাথ মণ্ডল রেজিস্টার ঘেঁটে দেখেন। দেখা যায়, ১৬ অগস্ট কলকাতার বড়বাড়ার থেকে এক ব্যবসায়ী এসেছিলেন হোটেলে। তাঁর নাম প্রদীপ মিশ্র। সব কিছু খতিয়ে দেখার পরই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন রবীন্দ্রনাথ।
হোটেল মালিক বলেন, “ টাকা ফিরে দেওয়াটাই প্রধান কর্তব্য মনে করেছি। সমস্ত কিছু খতিয়ে দেখার পর ওই ব্যবসায়ীকে টাকা ফিরিয়ে দিয়েছি।” অন্য দিকে, টাকা ফেরত পেয়ে স্বভাবতই খুশি ব্যবসায়ী।