তৎপরতা: পুরুলিয়া স্টেশনে আগুন নেভানো চলছে। নিজস্ব চিত্র
রেলকর্মী ও রেলসুরক্ষা বাহিনীর জওয়ানদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল কয়লা বোঝাই একটি মালগাড়ি।
রেলসূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কয়লা বোঝাই একটি মালগাড়ি টামনার দিক থেকে ছড়রার দিকে যাচ্ছিল। সেই সময় রেলকর্মী ও রেলসুরক্ষা বাহিনীর টহলদারি জওয়ানদের নজরে আসে, মালগাড়ির দু’টি বগির তলা থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা স্টেশন কর্তৃপক্ষকে খবর দেন।
মালগাড়িটি থামানো হয়। ধোঁয়া বাড়তে দেখে খবর যায় দমকলে। দমকলের একটি ইঞ্জিন স্টেশনে পৌঁছয়। কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিন নিয়ে যাওয়ার উপায় না থাকায় একনম্বর প্ল্যাটফর্ম ঢুকে সেখান থেকেই লম্বা পাইপ দিয়ে জল ছেটানো শুরু হয়। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টে ১০ মিনিট। বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার চন্দ্রকিশোর মাঝি জানান, কয়লা বোঝাই মালগাড়িটি ওড়িশার লজপুরা থেকে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল।