বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু যুবকের। —প্রতীকী চিত্র।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর আড়াই বছরের শিশু। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লক এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃতের নাম অমৃত প্রামাণিক (৩১) এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁর ছেলে শ্যামল। পুরুলিয়ার পাড়া থানার আনাড়ার জোড়বেড়িয়া গ্রামের ওই বাসিন্দা বর্তমানে থাকতেন রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বগড়া গ্রামে।
মৃতের বাবা উত্তম প্রামাণিকের কথায়, ‘‘বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিল ছেলে। ওর সঙ্গে আমার নাতি ছিল। বগড়া গ্রামের অদূরে সাঁওতালডিহির বিরসাচকের কাছে তাদের একটি গাড়ি ধাক্কা মেরে তাদের পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।’’
স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা অমৃতকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর আড়াই বছরের শিশুর ওই হাসপাতালেই চিকিৎসা হয়।
শুক্রবার সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মৃতের পরিবারের লোকজন। অমৃতের বাবা উত্তম ছেলের দেহ শনাক্ত করেন। তিনি জানান, আহত শিশুটি তাঁর নাতি। এর পর রঘুনাথপুর থানার পুলিশ চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ায় পাঠায়। মর্মান্তিক এই ঘটনার এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা।