২২শে শ্রাবণের প্রস্তুতি চলছে রবীন্দ্রভবনের বিচিত্রায়। শনিবার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।
রবীন্দ্রনাথের ৭৫ তম প্রয়াণ দিবসে। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী। আশ্রমের রীতি মেনে রবিবার ভোরে বৈতালিক এবং সকালে ব্রহ্মউপাসনার মধ্য দিয়ে ২২ শ্রাবণের অনুষ্ঠান শুরু। সকালে পুস্তক প্রকাশ ও একটি পুস্তক বিপণির উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের উদ্যোগে এ দিনই শুরু হচ্ছে একটি প্রদর্শনী ও গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান।
রবীন্দ্রভবনের অধ্যক্ষা তপতী মুখোপাধ্যায় বলেন, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ শীর্ষক একটি প্রদর্শনী রবীন্দ্রভবনের বিচিত্রা কক্ষে আয়োজন হচ্ছে। গুরুদেবের প্রয়াণের সময়ের নানা ছবি এবং নানা কথা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ওই প্রদর্শনীটি। রবীন্দ্রভবনের কালানুক্রমিক রবীন্দ্র রচনাবলী গ্রন্থের পঞ্চম খণ্ড ও উদয়নারায়ণ সিংহের সম্পাদনায় ‘দ্য অরিজিনাল গীতাঞ্জলি’ গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান। ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত উদ্বোধন করবেন ওই প্রদর্শনীর।”
ওই বিশেষ প্রদর্শনীতে রবীন্দ্রনাথের সঙ্গে গাঁধীর ছবির কপি, দু’জনের বেশ কিছু চিঠির কপি, প্রয়াণ দিনের ছবির কপি, আশ্রমের অনুষ্ঠানের ছবি থাকছে।
শুধু তাই নয়, বৃক্ষরোপণ, হলকর্ষণ, রবীন্দ্র সপ্তাহ, স্বাধীনতা দিবস এবং বর্ষামঙ্গল উপলক্ষে আশ্রমে থাকছে একগুচ্ছ অনুষ্ঠানও। ফি বছর বৃক্ষরোপণের অনুষ্ঠান এবং পরের দিন শ্রীনিকেতনে হলকর্ষণের উৎসব হচ্ছে। দেশ স্বাধীনের ৭০ বছরকে স্মরণীয় করে তুলতে বিশেষ ভাবে উদ্যোগী রবীন্দ্রভবন। ১৫ অগস্ট থেকে ২৫ অগস্ট পর্যন্ত রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী আয়োজন করছে।
তপতীদেবী এ দিন জানান, রবীন্দ্রনাথের ১৫টি মূল ছবি নিয়ে ১০ দিনের একটি প্রদর্শনী আয়োজন হচ্ছে। এবং রবীন্দ্রনাথের জাপান সফরের ১০০ বছর উপলক্ষে তাঁর ও জাপান সম্পর্কিত একটি বিশেষ প্রদর্শনী শুরু ২৬ অগস্ট থেকে। কবির আঁকা ছবি— ল্যান্ডস্কেপ, নারীমুখ তাতে জায়গা করে নিয়েছে। রবীন্দ্র-সপ্তাহের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের শিশু সাহিত্য, শিক্ষা চিন্তা, ঠাকুরবাড়ির ব্রহ্ম সঙ্গীত, গান নিয়ে যেমন আলোচনা থাকছে তেমনই তাঁর নাটক নিয়ে থাকছে আলোচনাও।