elephant

Elephant Attack: পুরুলিয়ায় বিয়েবাড়ি এসে হাতির পায়ে পিষে মৃত ধানবাদের মহিলা

মহিলাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ০৯:৪৫
Share:

ঝাড়খন্ডের সুবর্ণরেখা নদীর তীর লাগোয়া জঙ্গলেও হাতির পালের দেখা মিলেছে। ফাইল চিত্র ।

বিয়েবাড়িতে এসে হাতির পায়ে পিষে মৃত্যু হল এক মহিলার। জয়পুর থানা এলাকার ঝালমামড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার দাম বেবি দেবী (৪৬)। তিনি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মহদা থানা এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা। ভাগ্নের বিয়ে উপলক্ষে ঝালমামড়া গ্রামে এসেছিলেন বেবি। বুধবার খুব ভোরে শৌচকর্ম করতে গিয়ে হাতির মুখোমুখি হন ওই মহিলা।

গ্রামের শিক্ষক পশুপতি মাহাতো বলেন, ‘‘বুধবার খুব ভোরে আচমকা হাতির সামনে পড়ে যান বেবি। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিষে মেরে ফেলে।’’

Advertisement

এর পর ওই মহিলাকে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। লোকালয়ের ভিতরে হাতি ঢুকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া সুবর্ণারেখা নদী তীরবর্তী জঙ্গলের ১৫-১৮টি হাতির একটি পাল রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই ঝাড়খণ্ড লাগোয়া ঝালদা থানা এলাকার পুস্তি অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement