Elephant

পাথরাকাটা গ্রামে হাতি

বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের এক কর্তা বলেন, “হাতিটি যাতে গ্রামের ভিতরে ঢুকতে না পারে, সে জন্য় বনকর্মীরা নজর রাখছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০১:৪৯
Share:

মূর্তিমান: গ্রাম লাগোয়া জঙ্গলে। ছবি: অভিজিৎ সিংহ

গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি চালাল হাতি। শনিবার ভোরে ঘটনাটি হয়েছে বাঁকুড়া ১ ব্লকের কালপাথর পঞ্চায়েত এলাকার পাথরাকাটা গ্রামে।

Advertisement

বন দফতর সূত্রে খবর, পুরুলিয়ার বান্দোয়ান থেকে দলছুট একটি দাঁতাল এ দিন দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল হয়ে ইঁদপুর রেঞ্জের কালপাথর অঞ্চলে এসে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে পাথরাকাটা গ্রামের চাষ জমিতে নেমে কয়েকটি ধান পালুই, আখগাছ ও কিছু আনাজ পায়ে মাড়িয়ে নষ্ট করেছে হাতিটি।

বন কর্মীরা খবর পেয়ে এলাকায় গিয়ে হাতিটির গতিবিধি নিয়ন্ত্রণ করেন। বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের এক কর্তা বলেন, “হাতিটি যাতে গ্রামের ভিতরে ঢুকতে না পারে, সে জন্য় বনকর্মীরা নজর রাখছেন। হাতিটিকে বান্দোয়ানের জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।”

Advertisement

হাতির হানায় চাষের ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বন দফতর। মাঠে শীতকালীন আনাজ-সহ নানা ফসল রয়েছে। এই পরিস্থিতিতে এলালাকায় হাতি আসায় চিন্তিত চাষিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement