বীরভূমে ট্রেন চালুর দাবিতে ডেপুটেশন। নিজস্ব চিত্র।
বীরভূম জেলার সব লাইনে অবিলম্বে মেল এবং লোকাল ট্রেন চালু করা-সহ আরও কিছু দাবিতে ডেপুটেশন দিল সিপিএমের যুব ও ছাত্র সংগঠন। ডিওয়াইএফআই এবং এসএফআই-এর এই কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। কর্মসূচি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য স্টেশনগুলিতে মোতায়েন করা হয় অতিরিক্ত আরপিএফ।
ট্রেন চালু ছাড়াও ডিওয়াইএফআই, এসএফআই-এর ডেপুটেশনে দাবি করা হয়, রেলের বেসরকারিকরণ চলবে না, করোনার জন্য কেন্দ্রের ঘোষিত ১০ হাজার টাকা অনুদান অবিলম্বে হকারদের হাতে তুলে দিতে হবে।
ঘোষণা মতোই সকাল থেকে সিপিএমের ছাত্র, যুব সংগঠনের কর্মীরা জড়ো হতে থাকেন বীরভূমের বিভিন্ন স্টেশন চত্বরে। নির্দিষ্ট সময়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে সংগঠনের তরফে দাবিপত্র পেশ করা হয়। এই কর্মসূচি নিয়ে জেলায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।