আটক দুর্গামূর্তি

বৈধ কাগজ না থাকায়, কলাভবন থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় ব্রোঞ্জের দুর্গামূর্তি-সমেত একটি গাড়ি আটক করল বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। শনিবার সকালের এই ঘটনা। কলাভবনের শিল্প সামগ্রী বাইরে পাচার হচ্ছে জানাজানি হতেই নিরাপত্তা বিভাগের কর্মীরা তা আটক করেন। জানা গিয়েছে, কলাভবনের শিক্ষক কমলদীপ ধরের করা ওই মূর্তি কুলটির কোনও এক মন্দিরের জন্য বানানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:২৩
Share:

বৈধ কাগজ না থাকায়, কলাভবন থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় ব্রোঞ্জের দুর্গামূর্তি-সমেত একটি গাড়ি আটক করল বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। শনিবার সকালের এই ঘটনা। কলাভবনের শিল্প সামগ্রী বাইরে পাচার হচ্ছে জানাজানি হতেই নিরাপত্তা বিভাগের কর্মীরা তা আটক করেন। জানা গিয়েছে, কলাভবনের শিক্ষক কমলদীপ ধরের করা ওই মূর্তি কুলটির কোনও এক মন্দিরের জন্য বানানো হয়েছিল। কিন্তু ওই মূর্তি নিয়ে যাওয়ার সময় অজয় কুমার মাহাত নামে এক ব্যক্তি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফোনে কমলদীপবাবু জানান, ‘‘ওই কাজটি ব্যক্তিগত কাজ। সচরাচর এই কাজগুলি বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বিভাগকে বিষয়টি জানান হয়। এ ক্ষেত্রে জানানো হয়নি। আজ রবিবার শান্তিনিকেতনে গিয়ে বিষয়টি খোঁজ নেব।’’ কলাভবনের অধ্যক্ষ দিলীপকুমারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি বাইরে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement