—নিজস্ব চিত্র।
দীর্ঘ তিন দশক ধরে পুজো চলে আসছে। অতিমারির প্রকোপ তার জৌলুসে থাবা বসিয়েছে বটে। কিন্তু সিউড়ির সুভাষপল্লীর কালী মন্দিরের পুজো ঘিরে আবেগ একই রকম রয়েছে। তাই করোনা বিধি ও সতর্কতা মেনে এ বছরও ত্রিনয়নীর আরাধনায় শামিল হয়েছেন স্থানীয় মানুষ।
এ বছর ৩২ বছরে পদার্পণ করল সিউড়ির সুভাষপল্লীর কালী মন্দিরের পুজো। প্রতিবছর নিত্য নতুন থিমই এখানকার পুজোর বিশেষত্ব। সুভাষপল্লী কালীপুজো কমিটিই সব কিছু দেখভাল করে। এ বছর তাদের মণ্ডপের থিম সোনার বাংলা। তাই সোনালী রংয়েই মুড়ে ফেলা হয়েছে গোটা মণ্ডপ। সোনালী রংয়ের রেক্সিন, থার্মোকল, ফোম, পুতুল, মুখোশ, ছাতা দিয়ে মণ্ডপ সাজিয়েছেন শিল্পী তাপস হাজরা। সোনার বাংলা থিমে মণ্ডপ সাজাতে সবমিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে বলে জানা গিয়েছে।
সুভাষপল্লী কালী মন্দির কমিটির সম্পাদক বাপী দাস জানিয়েছেন, করোনা আবহে স্বাস্থ্যবিধির উপর বিশেষ জোর দিয়েছেন তাঁরা। মন্দিরে ঢোকার মুখে রয়েছে স্যানিটাইজার প্যানেল। সামাজিক দূরত্ব বিধি মেনেই দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। মন্দিরে ঢোকার ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কালীপুজোয় গভীর রাত পর্যন্ত খোলা থাকবে দক্ষিণেশ্বর মন্দির
আরও পড়ুন: বৈচিত্রে ব্যতিক্রমী শান্তিপুরের কালীপুজো