Bolpur

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে  প্রস্তুতি প্রশাসনের

৩১ জানুয়ারি বোলপুর থেকে মালদহ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে সভা করে সে দিনই ফিরে আসার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৮:৫৬
Share:

ডাকবাংলো মাঠে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য জেলা সফরের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে শুক্রবার বিকালে বোলপুর ডাকবাংলা মাঠ সংলগ্ন স্টেডিয়াম মাঠের ভিতরে বৈঠক করলেন জেলা পুলিশ-প্রশাসন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নীতু শুক্ল, অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, এসডিপিও (বোলপুর) নিখিল আগরওয়াল, মহকুমাশাসক (বোলপুর) অয়ন নাথ, মুখ্যমন্ত্রীর সুরক্ষা দলের কয়েক জন আধিকারিক, বিভিন্ন থানার আইসি, ওসিরা।

Advertisement

প্রশাসন সূত্রে খবর,মুখ্যমন্ত্রী জেলায় এলে কত বাহিনী মোতায়েন করা হবে, তাঁর সরকারি প্রকল্পের সুবিধা প্রদানঅনুষ্ঠানের সভায় কতগুলি নজরদারি ক্যামেরা লাগানো হবে, সে-সব নিয়ে আলোচনা হয় বৈঠকে।পুলিশ সূত্রে খবর, ৩০ জানুয়ারি দু’দিনের সফরে বীরভূমে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ৩১ জানুয়ারি বোলপুর থেকে মালদহ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে সভা করে সে দিনই ফিরে আসার কথা। ১ ফেব্রুয়ারি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। সেই মতো প্রশাসনের তরফে আপাতত বোলপুর ডাক বাংলো মাঠকে বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শহরের তিন জায়গায় অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হচ্ছে। এ দিন সরকারডাঙ্গা মাঠে হেলিপ্যাড গ্রাউন্ডও পরিদর্শন করেন জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement