অধ্যাপকের রক্তে ডেঙ্গির জীবাণু শান্তিনিকেতনে

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির বাসিন্দা বিপ্লব। চিকিৎসকের পরামর্শমতো রক্তপরীক্ষা করতে মঙ্গলবার তাঁর রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:৪৭
Share:

অসুস্থ: পরিদর্শনে রাখা হয়েছে আক্রান্তকে। নিজস্ব িচত্র

এ বার ডেঙ্গির আতঙ্ক ছড়ালো বোলপুরে। মঙ্গলবার ডেঙ্গির উপসর্গ নিয়ে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যাপক বিপ্লব বিশ্বাস। তাঁর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে।

Advertisement

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির বাসিন্দা বিপ্লব। চিকিৎসকের পরামর্শমতো রক্তপরীক্ষা করতে মঙ্গলবার তাঁর রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায়। ওই রাতেই তিনি ভর্তি হন হাসপাতালে। হাসপাতালের বিশেষ একটি ঘরে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, বর্তমানে ওই অধ্যাপকের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও এক জন বলেই হাসপাতাল সূত্রে খবর।

এই ঘটনা জানাজানি হতেই ডেঙ্গির আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। বেশ কিছু এলাকায় নিয়মিত জঞ্জালও পরিষ্কার করা হয় না। নর্দমাও প্রতিদিন পরিষ্কার করা হয় না পুরসভার তরফ থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্ত জায়গাগুলি নিয়মিত পরিষ্কার না করার জন্যই মশার উপদ্রব বাড়ছে ও এর ফলে ডেঙ্গির মতো মশাবাহিত রোগ দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা, অনামিকা রায়, সৌম্যদীপ ঘোষরা বলেন, ‘‘আমরা চাই পুরসভা যেন এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়। যে সমস্ত এলাকায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে সেগুলি যেন দ্রুত সাফ করার ব্যবস্থা করে।’’

Advertisement

পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, ‘‘যে সমস্ত এলাকায় নোংরা আবর্জনা, কিছু জায়গায় জল জমে রয়েছে তা দ্রুত সাফ করার ব্যবস্থা করা হবে।’’ সেই সঙ্গে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে পুরসভার তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধের পোস্টারও দেওয়া হয়েছে বলে পুরপ্রধান জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement